আজ ও আমি নিস্তব্ধ,
আজ ও আমি হতবাক।
সুন্দর এই পৃথিবী জুড়ে,
কিছু অসভ্য মানুষের বর্বরতায়,
নির্বাক আমার হৃদয় কানণ।।
দিন এর পর দিন কেটে যায়,
রাত শেষে প্রভাত আসে।
ঘূর্ণায়মান পৃথিবী জুড়ে,
চলছে দিন রাত্রির খেলা।
একই সূর্যের আলোতে আলোকিত,
আদিম থেকে বর্তমান পৃথিবী।
সংবাদপত্র গুলো যেন টিকে আছে,
অপ্রিয় ঘৃণিত খবর প্রকাশের জন্য।
খুন , ধর্ষন , রাহাজানি,
বেড়েই চলছে ক্রমাগত।।
কলির যুগ থেকে বেরিয়ে এসেছে পৃথিবী,
সেতো কতকাল আগের ঘটনা।
মানবতা লুন্ঠিত এই পৃথিবীতে,
স্তব্ধ আমি বর্তমানে দাড়িয়ে।।
চারিদিকে প্রতিবাদরত জনতা,
তবু থামছেনা এই বর্বরতা।
অপরাধী গুলো ছাড় পেয়ে যাচ্ছে,
সুযোগের অসদ ব্যবহারে।।
নিস্তব্ধ আমি বিচরণ করি,
কল্পনার সত্য সুন্দর পৃথিবীতে।
স্বপ্ন দেখি বাস্তবতার সুন্দর পৃথিবীর,
নিস্তব্ধ হীন এক মনের রাজ্যে।।
-০৭/০৫/২০১৩ ইং