হারিয়ে যেতে চাই ঐ দুর আকাশের নীলিমায়,
গগন তলে মেঘের দেশে করবো বিচরণ।
অন্যায়, মিথ্যা আর ধ্বংস যজ্ঞের এই পৃথিবীতে,
মানুষের কুৎসিত সমালোচনায় আহত হৃদয়।।
পূর্ব আকাশের উদিত লাল সূর্য,
মনে করিয়ে দেয় জীবনের উথানের গল্প।
রঙিন পৃথিবীর রং তামাশার ভীড়ে,
ভুলে যাই অস্তমিত সূর্যের আড়ালে জীবনের অবসান।।
সমালোচনার মাঝেই যেন খুজে পাই জীবনের স্বার্থকতা,
আত্মসমালোচনা ভুলে ব্যস্ত সবাই পরনিন্দায়।
আপন অহমিকার মোহে আত্মভোলা সবাই,
চারিদিকে শুনি কুৎসিত সমালোচনার জয়োধ্বনি।।
সমালোচিত সমালোচনার ব্যাখ্যায়,
পাল্টে গেছে ন্যায়
নীতির সংজ্ঞা।
সত্যরা চাপা পড়ে থাকে,
অর্থ বিত্ত আর প্রাচুয্যের থাবায়।।
সমালোচিত আজ সমালোচিত মনের ভাবনায়,
আত্মসমালোচনার মাঝে করি বিচরণ।
কুৎসিত আর মিথ্যা সমালোচনার অবসান ঘটিয়ে,
চাই সত্য, সুন্দর ও মানবতার এক পৃথিবী।।
-২৫/০৭/২০১৩