আমি ছুঁয়ে দিতে চাই তোমায়,
বসন্তের এই বেলায়।
আমি শিহরিত হতে চাই,
তোমার চাঁদ বদন মুখের দর্শনে।
আমি খুঁজে ফিরি তোমায় আবার,
স্বপ্নীল বসন্তের বাসন্তীর মাঝে।
তোমার মাঝে খুজি আমি,
শীতের শেষে নির্মল রৌদের স্পর্শ।
পাখির কলরবে খুজি আমি,
তোমার অমৃত বাণী।
ফুলে ফুলে সুশোভিত কাননে,
খুঁজে ফিরি আমি তোমার স্পর্শ।
বসন্তের আগমনী বার্তায়,
তুমি অগ্রগ্রামী সকল জড়তার অবসান ঘটিয়ে।
স্বপ্নীল বসন্তের চাঁদনী রাতে,
দখিনা হাওয়ায় যেনো তোমার স্পর্শ হৃদয় জুড়ে।
হৃদয়ের জানালা খুলে রাখি,
তুমি আসবে বলে এই বসন্তে।
তোমার মাঝেই রচিত যেনো,
স্বপ্নীল বসন্তের শ্রেষ্ঠত্ব।
-১৩/০২/২০১৪