এলোমেলো ভাবনার জগতে,
বিক্ষিপ্ত স্বপ্নরা খেলা করে।
স্পর্শের বাইরে দাড়িয়ে থাকা আমি,
নির্বাক তাই অজানা ভূবনে।
মানুষ আমি নয়কো মানুষ,
রোবোটিক ভাবনায় অনুভূতিহীন একজন।
ভাবনার জগতে শূন্য ঘুড়ি,
হারিয়ে গেছে স্বপ্নের নাটাই সুতা।
একলা পথে একলা চলা,
হারিয়ে গেছে স্বপ্নের ভেলা।
সুপ্রভাতের শুদ্ধ কিরণ,
এখন আর নয়কো আপন।
হারিয়ে গেছে জীবন স্রোতে।
মনের সকল ভালোলাগা।
ঘৃনা সিক্ত এই পৃথিবীতে,
হারিয়ে গেছে বাঁচার প্রেরণা।
চায়ের কাপে ঝড় তুলে যায়,
ক্ষুদ্র মনের ভালোলাগা গুলো।
ভালোলাগারা হারিয়ে যাচ্ছে,
নিকোটিনের ধোঁয়ার মাঝে।
সব কিছু আজ বদলে যাচ্ছে,
নষ্ট জগতের অলস ভাবনায়।
স্পর্শের বাইরে জীবন এখন,
যাচ্ছে কেটে স্পর্শহীন ভালোলাগায়।
--০৬/০৪/২০১৪ ইং