আমি আপ্লুত হইনা তোমাদের মিষ্টি কথায়,
তোমরা সমাজের রক্ষক হয়ে যাও ভক্ষক।
সাধারণ মানুষেরা নয়কো নিরাপদ,
তোমাদের ঐ জাগতিক হিংস্র থাবায়।।
তোমাদের ঐ লোক দেখানো ভন্ডামিতে,
অস্তিত্ব সংকটে আজ মানব সমাজ।
আমার প্রিয় জন্মভূমি,
তোমাদের পদচারণায় কলুষিত আজ।।
নিয়ম-নীতির তোয়াক্কা না করে,
তোমরা করো সমাজের ভিত রচনা।
অনিয়মকে নিয়ম বানিয়ে,
তোমরা করো আমাদের শাসন।।
তোমাদের হীন স্বার্থ চরিতার্থে,
ক্রমান্বয়ে হয়ে যাচ্ছি আমরা অসহায়।
আমাদের দু'মুঠো অন্নের সুখ,
তোমরা পারো নাকো মেনে নিতে।।
মানুষ আমরা তোমরাও মানুষ,
তবুও পাইনা খুঁজে কোন মিল।
সমাজ রক্ষার আন্দোলনে তোমরা,
আড়ালে রয়ে যাও যুগ যুগ ধরে ভক্ষক।।
--অনিকেত জাহান
-২৫/০১/২০১৪