একদিন থেমে যাবে সব কোলাহল,
আধারে ঢাকা পড়বে স্বপ্নীল জগত।
অদৃশ্য আত্মা ঘুরে বেড়াবে,
নিথর দেহ রবে পড়ে।।
সাময়িক স্মৃতির মাঝে রব কিছুক্ষন,
ক্রমেই হারিয়ে যাবো মায়ার বাঁধন ছিড়ে।
রব কিছুক্ষন অশ্রুর মাঝে,
সময়ের বাঁকে শুকিয়ে যাবে নোনাজল।।
তোমাদের ঐ মায়ার বাঁধনে,
রবো কিছুদিন সময় শেষে।
সাধারণেরা হারিয়ে যায়,
অসাধারণেরা বিচরন করে যায়।।
অতি নগন্য আমি একজন,
হারিয়ে যাবো দূর নীলিমায়।
আধার রাত্রির শেষে আমি,
হারিয়ে যাবো আলোর ভীড়ে।।
করুণা সিক্ত এই সমাজ,
চাইনা কারো ভালোবাসা।
করুণাহীন ঘৃনার মাঝে,
রব বেঁচে কিছু সময়।।
--০৭/০৪/২০১৪ ইং