ইচ্ছেরা খেলা করে যায় মনের আঙ্গিনায়,
সুখ পাখি খেলা করে মনের ভাবনায়।
এক ফালি সাদা মেঘের টুকরো,
ভেসে বেড়ায় ভাবনার আকাশে।।
মনের জানালা খুলে রেখেছি আজ,
তুমি আসবে বলে এই বসন্তের রাতে।
সুশোভিত ফুলের গন্ধে,
নিদ্রাহীন আমি একটু সুখের স্পর্শ পেতে।।
বর্ণিল এই বসন্ত রাতে,
বর্ণিল মোর হৃদয় কানন।
ভালোবাসার স্বর্গীয় অনুভূতি,
নিয়ে যাক সকল ক্লান্তি রাত্রি শেষে।।
সুখের পায়রা উড়ে বেড়ায়,
ভাবনার গগন জুড়ে।
আধার রাত্রির শেষে নেমে আসবে আলো,
মুছে দিতে সকল অন্ধকার মনের রাজ্য জুড়ে।।
হাজার রকম ইচ্ছের বসবাস,
ক্ষুদ্র এই মনের রাজ্য জুড়ে।
দস্যি মন রয়নাকো সীমাবদ্ধ ইচ্ছের মাঝে,
ছুটে যেতে চায় দিগন্ত থেকে দিগন্তে।।
ছুটে চলতে চায় হাজার বছর ধরে,
যেনো ছুটে চলছে হাজার বছর ধরে।।
--০৯/০৪/২০১৪ ইং