বিষন্নতার সর্বোচ্চ পর্যায়ে এসে,
তাকিয়ে আছি সর্বনিম্ন সিঁড়িতে।
ইচ্ছার বিপরীতে যেতে না চেয়েও,
যেতে হলো সেই পথ ধরে।।
আপন কক্ষপথের মাঝে বন্দি আমি,
সত্য আর মিথ্যার সুনিপুণ সংমিশ্রনে।
পরিবর্তিত হিংস্রতার এই পৃথিবীতে,
পরাধীন আমি সামাজিকতার বেড়াজালে।।
হৃদয় পটে আঁকা সৌরজগতের মাঝে,
বিচরণ করি আমি পৃথিবী ছাড়িয়ে অন্য কোন গ্রহে।
দেয়ালে টাঙ্গানো সৌরজগতে চোখ পড়তেই,
ফিরে আসি আমি বাস্তবতার নির্মম পৃথিবীতে।।
ছকে বাঁধা জীবনের জটিল সংখ্যায়,
মেলাতে পারিনা সহজ হিসেব নিকেষ।
চার দেয়ালের মাঝে জীবন আমার,
ইচ্ছে করেই আজ বন্দি কারাগারে।।
-অনিকেত জাহান
-২৩/০৬/২০১৩ ইং