তোমরা আসো একটা নির্দিষ্ট সময় অন্তর,
মিশে যেতে চাও আমাদের আত্মার সাথে।
আমরা থাকি তোমাদের ভালোলাগার কেন্দ্রবিন্দুতে,
আমাদের মাঝেই যেনো নিহিত তোমাদের আগামীর পথচলা।।
তোমাদের এই মিছে ভালোবাসায়,
ভুলে যাই আমরা দুঃখ অতীত।
দিন বদলের কথা বলে,
তোমরা ব্যস্ত নিজেদের বদলাতে।।
সৎ ও আদর্শের প্রতীক দাবি করে,
তোমরা ছিনিয়ে নাও আমাদের ভোট।
সাদা শুভ্র পোষাকে তোমাদের আসল রুপ,
থেকে যায় জনতার অগোচরে যুগ যুগ ধরে।
নিজেদের প্রয়োজনে তোমরা হয়ে যাও মাটির মানুষ,
আমাদের অন্ধ বানিয়ে ঢেকে রাখো তোমাদের পশুবৃত্তি।
সাময়িক তোমাদের ভালোমানুষ সেজে থাকা,
আমাদের ভুলিয়ে রাখে সমীকরন মেলাতে।।
হয়নাকো আমাদের সমীকরন মেলানো,
হয়নাকো আমাদের দিন বদল।
অগোচরে থেকে যায় তোমাদের আসল রুপ,
আমরা থেকে যাই নিভৃতে দুঃখের মহাসাগরে।।
-১৭/০২/২০১৪