আমি শঙ্কিত হই উদ্ভট তরুণীর বেহায়াপনায়,
অশ্নীল পোষাকে শরীর প্রদর্শন।
দারুণ ভাবে আজ ভাবতে বসেছি,
কিসের নেশায় আজ তারা পথভ্রষ্ট।।
আমি শঙ্কিত হই বখাটে তরুণের মাতলামি দেখে,
সিগারেটের ধোঁয়া ছুড়ে মারে অভিনব পন্থায়।
একটার পর একটা অশ্নীল বাক্য ছুঁড়ে মারে,
পাশ দিয়ে হেঁটে যাওয়া তরুণীর পানে।।
আমি শঙ্কিত হই প্রতিদিনের খবর দেখে,
চারিদিকে ঘটে চলছে অপ্রীতিকর ঘটনা।
আমি আর ও বেশি শঙ্কিত হই,
যখন দেখি সত্য চাপা থাকে প্রভাবশালী মহলের প্রভাবে।।
আমি শঙ্কিত হই সম্পর্কের অসম সমীকরণ দেখে,
বন্ধুত্ব বদলে গেছে ভার্চুয়াল সম্পর্কের প্রভাবে।
সবটুকু আবেগ যেন সীমাবদ্ধ হয়ে আছে ,
ফেসবুক এবং টুইটার এর গন্ডিতে।।
আমি শঙ্কিত হই সামাজীকতার অসামাজীকরণ দেখে ,
সমাজপতিরা ভেঙ্গে দিতে চায় সাধারণ জনতার অগাধ স্বপ্ন।
দিন এর আলোতে সাধু তারা চায় সমাজের উন্নয়ন,
রাতের অন্ধকারে তাদের ভন্ডামি চোখে পড়েনা সাধারণ জনতার।।
আমি শঙ্কিত হই রাজনীতির নোংরা অধ্যায় দেখে,
নেতার গুণগান গেঁয়ে চারিদিক ভরে গেছে ফেষ্টুন ব্যানার এ!
তেল মারার সংস্কৃতি চলে এসেছে,
আমাদের দেশের রাজনীতিতে।।
আমি শঙ্কিত তাই শঙ্কিত মনের ভাবনায়,
আমি স্বপ্ন দেখি প্রতিনিয়ত,
আঁধারের শেষে আসবে আলো,
ঘুচে যাবে শঙ্কিত মনের শঙ্কাগুলো।।
-জাহান
-১১/০৫/২০১৩ ইং