আজ একটা বই পড়লাম এবং পড়ে ভাল লাগল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভাল লাগবে সবার।
জীবন কণিকা
আগুনকে ছাই চাপা দিয়ে যতই ঢেকে রাখা হোক, সে তার শক্তি ও ঔজ্জ্বল্য ঠিকই বিকিরণ করতে থাকে।
বন্দিত্ব ইট-পাথরের দেয়াল, লোহার শিকল বা পাটের দড়িতে নয়, আসল বন্দিত্ব হচ্ছে মনে। মনের শক্তিকে কাজে লাগিয়ে যে কেউ তার শৃঙ্খলকে ভাঙতে পারে।
বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার চেষ্টা স্মার্টনেস নয়, এটি পশুসুলভ প্রবণতা। প্রতিটি পশুই সহজাতভাবে বিপরীত লিঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করে। সত্যিকার স্মার্ট সে-ই যার আত্নপ্রত্যয় ও গুণাবলি স্বতঃস্ফূর্তভাবে তাকে চারপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে।
করতে হয় বলে করা আর ভালবেসে কাজ করা এক নয়। কাজকে যখন আপনি ভালবাসবেন কাজই তখন আপনাকে বহুগুণে প্রতিদান দেবে।
একশত ভাগ নিখুঁত কর্মসম্পাদনকারী হতে যাবেন না।
আপনাকে ব্যবহার করে সুযোগ নিতে চায় এমন স্বার্থন্বেষীদের ব্যাপারে সতর্ক থাকুন।
জীবন গতির নাম, স্থিতির নয়। আপনি কীভাবে জীবন যাপন করছেন তার ওপর নির্ভর করছে এ গতি ঊর্ধ্বগামী না নিম্নগামী।
আজ এতটুকুই বাকীটা পরে।