আমি অনিরবান এই ব্লগে আজ প্রথম লিখছি। তবে ব্লগে আছি অনেক দিন ধরেই।
সবার লেখা পড়তাম দেখতাম আর ভাবতাম আজই লেখা শুরু করি কিন্তু করি করি করেও করাটাই হচ্ছিল না।কিন্তু আজ কোমর বেধেই নামলাম যাই হোক আজ লিখেই ছারবো। সারা দিন অফিস এ কাজ করতে করতে খুবই ক্লান্ত। একটা কবিতা পড়ছিলাম লুৎফর রহমান রিটন এর "অখ্যত এক শহিদ জননীর চিঠি"। আমার খুবই প্রিয় একটা কবিতা। ভাল একটা কবিতা সবার সাথে শেয়ার করেই আমার পথ চলা শুরু করতে চাই সবার সাথে।কবিতাটার কয়েকটা লাইন লেখার সাথে যোগ করে দিলাম।আশা করি সবার ভালো লাগবে
(রাজাকার দের ছাডা.. )।সবাই ভালো থাকবেন..
ওরা কেউ কেউ আজকে জানিস ঘাতকের মহামিএ
তিন দশকের মাথায় দেখেছি বুক ভেঙ্গে যওয়া চিএ
এক মঙ্চেই বক্তৃতা করে তোদের বন্ধু খোকারা
ওরা বেঁচে থাকে মন্এী ও হয়, তোরা মরেছিস বোকারা
তোদের প্রাণের বিনিময়ে ওরা আখের নিয়েছে গুছিয়ে
ওরা কোনোদিন আসে নাই দিতে আমার অশ্রু মুছিয়ে...
সম্মুখ যুদ্ধে বুলেটে বুলেটে হয়েছিলি তুই ঝাঁঝরা
একই পরিনিতি বরণ করেছে শুধাংশু আর হজরা
অথচ তোরাতো কোথাও নেই, নেই কোন স্মৃতি চিহ্ন
স্মৃতি মুছবার সদুর প্রসারী নীলনকশাটা ঘৃণ্য....
সত্যিই তো..... স্মৃতি মুছবার সদুর প্রসারী নীলনকশাটা ঘৃণ্য....
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৩