অবৈধ এবং লুকোচুরির যৌনতা কেন? একজন স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে যদি মনে করেন রাজধানীতে ব্রোথেল স্থাপনের প্রয়োজন আছে, তবে তিনি সিটি কর্পোরেশনের প্রতি ওয়ার্ডে একটি করে ব্রোথেলের অনুমোদন দিলেই পারেন। যেখানে বৈধভাবে যৌনাক্রান্ত মানুষগুলো যৌনতায় মেতে উঠতে পারবে।
যৌনতাকে কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু এটির সামাজিক স্বাধীনতা নেই বলে অবৈধভাবে যৌনাচার করতে গিয়ে হত্যা, খুন, অপহরণ, এসিড নিক্ষেপ সহ নানাবিদ ক্ষতিকর ঘটনা ঘটে চলছে।
আমার মনে হয়, লুকোচুরি করে নিজের আবাসিক হোটেলে দেহব্যবসা না চালিয়ে আইনগত বৈধতা দিয়ে দেয়াই উত্তম।
একই সাথে নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ব্রোথেল করলে দেশের কোন নেত্রীকে আর ঘরে বসে পর্ণ ম্যাগাজিন পড়তে হবে না।