ক্যান দিবি ভাই আগুন মোর ঘরে,
মোর ঘরেও তো আল্লাহ বসত করে।
রুপভেদে সে ধরা দেয় বুদ্ধরুপে,
তাইতো দিয়াছি তাহাতেই মোরে সপে।
ক্যান দিবি ভাই আগুন মোর ঘরে?
তোর ঘরেও তো বুদ্ধ বসত করে।
করুন অরুন হুতাস নয়ন,
পুড়ছে আমারি ঘরের অনলে,
জ্বালিয়ে দিলে বসত আমার,
বুঝলে না কোন রাত্রে আবার,
জ্বলবে কার বুকের আগুন ,
পুরিয়ে খোদা জ্বলবে আবার
তোমার ঘরের শান্ত ফাগুন।
বুঝলি না রে ভাই,
জ্বালিয়েছিস যে আগুন তাতে তোর বুকের ভিতর ইশ্বর পুড়ে ছাই।
পোড়াও মন্দীর , গীর্জা পোড়াও , পোড়াও তীর্থস্থান,
সেই আগুনে জন্মাবে শুধু বিষের ধ্বংশ বাণ।
সেই বাণে রোজ খুন আমি হই সেই বাণ আনে যুদ্ধ,
যুদ্ধে শহীদ আল্লাহ তোমার , যুদ্ধে শহীদ বুদ্ধ।