খুব ব্যস্ততা থাকলে ও সব ফেলে গিয়েছিলাম ৩য় ব্লগ দিবসে। ভারচুয়াল জগতের অদেখা অথচ খুব চেনা মানুষদের সাথে দেখা হবে। কিন্তু অনুষ্ঠান দেখে আমি হতাশ হয়েছি। ট্র্যডিশনাল ঢংয়ের খুবই বোরিং আলোচনা অনুষ্ঠান। ব্লগিংয়ের যে নিজস্ব একটা ঢং একটা নিজস্ব বাচন সেটা পাওয়া যায়নি। ব্লগিং মানে আমার কাছে একেবারেই ভিন্ন কিছু, নতুন কিছু। যা হবে প্রথাবিরোধী, গতানুগতিকতার বাইরে। ব্লগিং মানে মেদহীন, তেলহীন,ভনিতা ছাড়া,চাঁচাছোলা,স্পষ্টভাষণ। ব্লগিংয়ে ব্লগার রাই সব। এখানেও ব্লগার রাই মূখ্য হওয়া উচিত ছিল। তা হয়নি। কেউ কেউ মাইক পেলে আর সহজে ছাড়েনি। উপস্থাপকই যেন মূল বক্তা। এই সব বাচাল বক্তা তো আমাদের দরকার ছিলনা। বরং ব্লগার দের কথাই বেশী জরুরী ছিল। অতিথিদের অনেকেই তার কথাটা বলে চলে গেছেন। কেউ কেউ বলেছেন ব্লগিং সম্পর্কে কিছু জানি না। তারা হয়তো গুনীজন । কিন্তু ব্লগাররা এই সব গুনীজনদের সুযোগ পেলেই নিকুচি করে। এত ছোট হলরুম। অথচ লক্ষ মানুষ ব্লগিং করে। আয়োজকরা হয়তো ভেবেছিলেন এত মানুষ হবে না।
বাইরের আড্ডাটাই ছিল সবচেয়ে উপভোগ্য। এটা না হলে মাটি হত সব কিছু। নষ্ট কবি, আশকারি, নিশাত আরজু পনি, ছোট মির্জা, শিপু ভাই, সুপান্থ সুরাহী এই মানুষদের সাথে এরকম আড্ডার জন্য মুখিয়ে হয়ে থাকলাম। দুরের ব্লগারদের কাছে পেয়েও চিনলাম না। এই দুঃখ কই রাখি! সামনের বার কি এই বিষয় গুলো ভাববেন কর্তৃপক্ষ? ভাবলে আমাদেরই ভাল হবে। শুভ ব্লগিং।