ড্রপ বক্সের সাথে আমার পরিচয় ২০১৩ সালের জুনে । ফটো সিংক ছাড়া , আমি বিশেষ কোন ঊপকারে লাগাতে পারি নাই ।আমার অজ্ঞতার কারণে।
দিন ,মাস এবং বছর ঘুরে ২০১৭ এর জানুয়ারিতে এর অফিসিয়াল ব্যবহার দেখি জনাব এনামুল হকের কাছে । উনি আমাকে বোঝান , এই ড্রপবক্সের সাহায্যে , পুরো কোম্পানির যাবতীয় কাজ খুবই সুন্দর করে সমন্বয় করা যায় ।
চাইলে ,ফাইল লক করা যায় । চাইলে আন এডিট করা যায় । ফাইল, শেয়ার করা যায় । দ্রুত সিংক করা যায় এবং খুবই নিরাপদ ।
২০১৮ সালের শেষে এসে এটাই বুঝছি । হাই প্রাইভেসি , হাই অফিসিয়াল , হাই ইউজার ফ্রেডলি ড্রপবক্স ।
অগ্রীম ধন্যবাদ .........................।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬