কিছু দিন পুর্বে মোবাইলে একটা গেইম দেখলাম , নাম সম্ভবত ওয়ার্ল্ড কঙ্কিউরার ৪ Click This Link যায় হোক , কয়েক বছর পুর্বে হিটলারের শেষ বছর
নিয়ে ন্যাশনাল জিওগ্রাফির একটি ডকুমেন্ট্রি দেখেছিলাম। https://www.youtube.com/watch?v=MNWDga4JZ8E।
জার্মানরা অপারেশন বার্বারোসা পরিচালনার সময় , উর্বর ইউরোশিয়া , ইস্ট্রাণ ইউরোপের হাজার হাজার মাইল ফসলের ক্ষেত পুরিয়ে
দিয়ে ছিলো । ১৯৪১ হতে ১৯৪২ এর জুলাই পর্যন্ত তাদের সামনে ,যা পেয়েছে সব জালিয়ে পুড়িয়ে শেষ করেছে। তাদের হাতে মারা পরে,
প্রায় ১৫ লক্ষ নিরীহ নাগরিক। অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ ছিলো।
কোন যুদ্ধই মানবতার জন্য ভালো না।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮