কে আমারে সৃষ্টি করেছে?
দারুণ ব্যথাতুর চিহ্ন বয়ে
তাপিত প্রাণে অজানা জ্ঞানে,
কোন পূজার আশায় !
ঠিক বিনম্রে গড়েছ আমায়;
শত সহস্র স্বপ্নের জাল বুনে
এ পৃথিবীর অসম্ভব দারে
জ্যোতির্ময় চিহ্ন মাথা কুটে
অজস্র প্রশ্ন রাখে,
কে আমারে সৃষ্টি করেছে?
কে আমারে ভালোবেসেছে?
কে আমারে শান্তি দিয়েছে?
যতদিন যাবে স্নেহহীন অবরুদ্ধ খ্যাতিশূন্য অগোচরে
আমার সংকটে; শূন্য পূর্ণ করি
অধিকারগর্ব নিয়ে;
তোমরা ভুলে যাও বলে
বিস্মৃত সব দিনের কথা
সন্ধ্যার তারা নিবিড় স্বপ্ন মতো জ্বলে
এখানে রাত নেই
এখানে ভোর নেই
তাই শিশির কণিকায়
শিল্প কারু প্রভাতের রূপ দেখি;
মুহূর্ত অসীমে নিজেকে মেলে ধরি
আমি মানুষ, মানুষ হতে পারি নি;
কে আমারে সৃষ্টি করেছে?
কে আমারে ভালোবেসেছে?
কে আমারে শান্তি দিয়েছে?
অকস্মাৎ ব্যথাপানে
বিধির খেয়ালে জাগে;
আমি বেঁচে আছি
ছিন্ন দলের পূর্ণ প্রহসনে,
কোনো এক ইস্টিশনে
দুর্মূল্য গৌরবে
যে স্থানটুকু তুমি দিয়েছ
তার মূল্য দিতে পারি নি,
কেবলি ভেবেছি নিজেকে নিয়ে
কেবলি প্রশ্ন করেছি
জানা আর অজানার সংকটে
আমার এ হৃদয় যদি
অসম্ভব কাতর হয়
তবে কে দায়ী?
মিথ্যা আশ্বাসে রঙ্গ মঞ্চের পৃথিবী
সবাই অভিনেতা অভিনেত্রী;
আপন পাপ আর পুণ্যের বিচার কেউ করে না
স্বার্থের কারাগারে নিজেকে হীন কোরে কোরে
দম্ভ করে বসে সম্পদের পাহাড়ে;
অবশেষে ঐ ভবিষ্যত জেগে ওঠে
যেখানে ঘৃণা আর বঞ্চনা
দল বেঁধে সার্কাস করে।
............................
রায়পুর, সিরাজগঞ্জ।