এই বধ্যভূমি লাশের স্মৃতি হয়ে বেঁচে আছে
জীবনের বহুরূপ মিশে গেছে-এই কার্তিকে,
আর ভালবাসা, বিনয়ে বাঁচে-
দ্বিধাহীন চিত্ত্বে মনের প্রকাশ্য শ্রদ্ধা জানাই
ভাল থেকো সব-তোমাদের দেহে।
মৃত্যুহীন প্রাণ তোমাদের
তোমরা সরসফুলের প্রকৃত রূপ,
জেগে থাকো মনে
জেগে থাকো প্রাণে
অম্লান স্মৃতির ইতিহাসে,
এখানে অনেক প্রাণ
হয়তো মিশে গেছে
হয়তো মিশে যাবে কোনো এক যুগে
তখন ইতিহাসের সব পাতা জেগে রবে,
আর সদ্যোজাত সূর্যসন্তানেরা জানবে
তোমাদের ইতিহাস,
বধ্যভূমির ইতিহাস।