আমি সবুজ প্রান্তরের বুকে
একবিন্দু মেঘ হয়ে বেঁচে থাকি,
বিনম্র ভালবাসা নিয়ে
কোনো এক কালে হয়তো গ্রহণের মতো
আমিও ছেয়ে যাব-সমস্ত প্রান্তরে,
তখন অবিরত কাঁন্নার পূর্ব শব্দ
জমাট বেঁধে বেঁধে-আওয়াজ তুলবে
আর পৃথিবীর সুফল বয়ে আনবে।
আমি সকরুণ শব্দে কখনো বিনয়ে
কিংবা মুহূর্তের শব্দে জানান দেব-
ভালবাসার বহুরূপ নিয়ে যেও;
সমস্ত প্রকৃতি সংগ্রামে পূর্বাভাস দেবে,
ছিন্নভিন্ন বুদ্ধির মস্তকে
পরীক্ষা হবে নবীন শ্রেণি সংগ্রামের
তখন লাল নিশানের পদচিহ্নে
আমি সরে যাব ঐ একবিন্দু মেঘ হয়ে।