অবরুদ্ধ স্বপ্ন
[কবিতাটি আমার স্নেহভাজন কমরেড আনোয়ারুল ইসলাম (রুবেল)-কে উৎসর্গ করছি]
এই জীবনের শ্রম ধ্বংস হয়ে যাবে
মাটির দেহের মতো আশীর্বাদ নিয়ে,
পৃথিবীর রণাঙ্গনে শ্রেষ্ঠ সন্তানের মতো
দুরন্ত রাখাল তার দাবী নিয়ে গর্জে উঠবে
মাঠে ফসলের দাবী- অধিকারে দাবী
আজ এই মাঠ হতে পারেনা
অনুর্বর বিচরণভূমি,
এখানে ওখানে সম্পদের পাহাড় গড়ে
অনিয়ম এ তান্ত্রিক-যোগে ভণ্ড পুজিপতি,
এরা নাকি মানবতাবাদী!
এরা কি সাম্যবাদের কথা বলে!
দুরন্ত রাখাল আজ মুক্তি চায়
এই পুজিবাদী শোষণ থেকে মুক্তি,
যে বুর্জোয়া মানবতাবাদী
তাদেরই কেউ কেউ হয়ে আছে
সাম্রাজ্যবাদ সামন্ততন্ত্রে আপোষমুখী,
রাখাল আজ আপোষহীন সংগ্রাম চায়
চায় শ্লোগানের বিপ্লবী ঐক্য।