মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে মাধবপুর লেক। উপজেলা সদর থেকে দূরত্ব হলো প্রায় ১৫ কিলোমিটার। আর মৌলভীবাজার থেকে এর দূরত্ব ৪০ কিলোমিটার। অত্যন্ত নয়নাভিরাম এলাকা। পাহাড় আর সমতলের মিশ্র সৌন্দর্য আরো আকর্ষণীয়। চারপাশ সবুজ আর সবুজ। মাধবপুর চা বাগানের ভেতরে এর অবস্থান।
স্বচ্ছ পানি, শাপলা, বাঁধানো ঘাট, সবুজ নিসর্গ লেকের আকর্ষণ বাড়ায়।
কাছাকাছি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত বিমানবন্দর। এটি শমসেরনগর বিমানবন্দর নামে পরিচিত। লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে আছে হাম হাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ। ৮-১০ কিলোমিটার হবে, পূর্বে ভারত।
একই সাথে দেখা যাবে শ্রীমঙ্গলে চা শিল্পের ভুবন। অপরূপ। এখানে আছে নীলকন্ঠের চা। এই চায়ের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা সাত স্তর পর্যন্ত বানানো হয়। কাঁচের গ্লাসে লেয়ারগুলো উপরে উপরে চমৎকার করে বসানো বলে মনে হয়। সাধারণত পাঁচ বা সাত লেয়ারে চা তৈরি করা হয়। যে যত স্তর বা লেয়ারের চা খাবে তত দশ টাকা করে দাম দিতে হবে। অর্থাৎ প্রতি স্তরের জন্য দশ টাকা।
ছবি: ওমর বিশ্বাস (০২.০৪.২০১০)
(৮টি ছবি)