আপডেট ১
সাধারণ ক্রিকেটপ্রেমীদের দাবীর প্রতি সম্মান রেখে বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস মিডিয়াকে জানিয়ে দিলেন, বিসিবি তিন জমিদারের এই সিদ্ধান্তের বিরোধীতা করবে।
প্রতিবাদ চলছে, শাহবাগে। আমাদের প্রতিপক্ষ এখন আইসিসি ও 'বিগ থ্রি।'
আপডেটঃ
ক্রিকেটের তিন জমিদারের চক্রান্তের বিরুদ্ধে সাধারণর ক্রিকেটপ্রেমীর সমাবেশ অনুষ্ঠিত হবে কাল।
আগামীকাল মিরপুর স্টেডিয়ামে শ্রীলংকা দল অনুশীলন করবে। এ ছাড়াও নিরাপত্তা নিয়ে অনেক কথা হচ্ছে, তাই ডিএমপির সাথে আলোচনার পরে কাল বিকেল চারটায় অনুষ্ঠিতব্য সমাবেশ মিরপুর থেকে সরিয়ে শাহবাগ, জাতীয় জাদুঘরের সামনে করার সিদ্ধান্ত হয়েছে।
তিন ক্রিকেট বোর্ডের অন্যায্য প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ।
দিন: ২৫/০১/২০১৪, শনিবার, সময়: বিকাল ৪ টা।
স্থান: শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।
----------------------------------------------------------
কাল বিকেল ৪ টায় বিসিবি কার্যালয় এর সামনে ক্রিকেটের এই তিন মোড়লের অন্যায্য প্রস্তাবনার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ জানাতে দাড়াবো। যদি এক মত হন তবে এসে পড়বেন, বিকাল ৪ টা, মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয় এর সামনে।
শান্তিপূর্ন প্রতিবাদ কর্মসূচী তে একটি পোষ্টার লিখে নিয়ে আসুন, কোন উগ্র বক্তব্য নয়, তাদের দাবির বিরুদ্ধে যৌক্তিক স্লোগান লিখুন।
আপনার অপেক্ষায় থাকবো মিরপুরে।
ইভেন্ট লিংকঃ তিন ক্রিকেট বোর্ডের অন্যায্য প্রস্তাবনার বিরুদ্ধে বিসিবি কার্যালয়ের সামনে প্রতিবাদ।
বাংলাদেশ ক্রিকেটকে এভাবে শেষ হয়ে যেতে দেবো না! এই অন্যায় আমাদের রুখতেই হবে!! আপনার অংশগ্রহনই পারে তা সম্ভব করতে। ইভেন্টে জয়েন করুন, পরিচিতদের ইনভাইট করুন এবং কাল উপস্থিত হোন বিসিবির সামনে!
***পোস্ট আপডেট হতে থাকবে***