Dhoom:3 The Movie (2013) দেখার জন্য যতটা আগ্রহ নিয়ে হুমড়ি খেয়ে পড়েছিলাম, যতটা কাঠখড় পুড়িয়ে রিলিজের সাথে সাথে টিকেট জোগাড় করে দেখে ফেলেছি, তার চেয়ে অনেক বেশী আশাহত হয়েছি। আগ্রহটা অন্য যে কোন সিনেমার তুলনায় বেশী ছিল কারন মিঃ পারফেকশনিস্ট আমির খান। উনি আমার প্রিয় অভিনেতা, অভিনয়ের কোন দিকেই তিনি কোনদিন হতাশ করেন নি, এখানেও ব্যাতিক্রম কিছু ছিল না। কিন্তু এই সিরিজের বিশেষত্ব, চুরির ভিন্ন-ভিন্ন টেকনিক ও হাই-টেক এর ব্যবহার ছিল সম্পূর্ণ অনুপস্থিত। শুধু ভেহিকেল এর এক্সক্লুসিভিটিটাই ধরে রাখতে সক্ষম হয়েছে। ভেহিক্যালের কথা ভাবলে অবশ্য শুধু এই দিক দিয়ে দশে দশ পাবে ছবিটি। অনেক নতুন আইডিয়া আনা হয়েছে (আদতে অসম্ভব ও গাঁজাখুরি কিছু বিষয়ও তাই স্বাভাবিকভাবেই ঢুকে গেছে, যাই হোক হলিউড এর কারণে এই ক্লিশে গুলো মেনে নিতে পেরেছি) যা প্রশংসনীয়।
এ পর্যায়ে কাহিনী সংক্ষেপটুকু জানানোর প্রয়োজনবোধ করছি। সাল ১৯৯০, শিকাগো । “দ্য গ্রেট ইন্ডিয়ান সার্কাস”-এর মালিক ইকবাল হারুন খান (জ্যাকি শ্রফ), ওয়েস্টার্ন ব্যাংক অফ শিকাগোর কাছ থেকে নেয়া ঋণের কারনে দেউলিয়া প্রায় । ঋণ পরিশোধের সময় বাড়ানোর শেষ চেস্টা করতে ব্যাংক কর্মকর্তাদের জন্য সার্কাস ও ম্যাজিক শো-এর আয়োজন করে ইকবাল খান ও তার ছেলে সাহির , যেখানে তারা সেসময়ের বেস্ট একটি ম্যাজিক ট্রিক্সও প্রদর্শন করে যেই ট্রিক্সে ইকবাল খানের বড় একটা রহস্যও লুকিয়ে ছিল। কিন্তু ব্যাংকের পূর্বপরিকল্পনা অনুযায়ী কোন সুযোগ না দিয়েই তারা সার্কাস বন্ধ করে দেয় এবং পাঁচ দিনের ভিতর নিলাম করে ঋণ পরিশোধের নির্দেশ দেয় । ফলাফল ব্যাংক কর্মকর্তা ও ছেলে সাহিরের সামনেই ইকবাল খানের আত্মহত্যা ।
বেশ কিছু বছর পর, সাহির (আমির খান) প্রতিশোধ নিতে ওয়েস্টার্ন ব্যাংক অফ শিকাগোর বিভিন্ন ব্রাঞ্চে বিশাল অংকের টাকা চুরি করা শুরু করে যাতে সে ব্যাংকটিকে পুরো দেউলিয়া করে দিতে পারে । লুটের পর কিছু টাকা সে রাস্তায় উড়িয়ে দেয় সাধারন মানুষের মাঝে আর বাকিটা দিয়ে “দ্য গ্রেট ইন্ডিয়ান সার্কাস” পুনরায় চালু করে । বাকীটা সে কীভাবে নিজের জন্য নেয় যদিও ব্যাপারটি কোন স্তরেই পরিষ্কার করা হয়নি। যাই হোক, ইন্টারমিশনের আগে আগে আমির খানের জমজ ভাইয়ের উদয় হয়, তারা একসাথেই মুলত ডাকাতিগুলো করে, এখানে টুইস্টটা ভালো ছিল কিন্তু তা ঘটনার মাধ্যমে আগেই অনুমেয় করে ফেলা হয়েছিল, যা বিরক্তির উদ্রেক করে। এরপর অভিষেক ও উদয় চোপড়ার আগমন ঘটে এন্ড ব্লা ব্লা ব্লা..
ঘটনার বিন্যাস ও বিস্তার ছিল খুবই অপ্রতুল ও অসামঞ্জস্যপূর্ণ! ক্যাটরিনা কাইফ সম্পূর্ণ অগুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন যা মেকারের বড় ব্যর্থতাই বলা যায়। এমন একটি ক্যারেক্টার অযথা না ঢুকালেও চলতো, অবশ্যই এটি জোর করে ঢুকানো হয়েছে শুধুই বলিউড বলে। আর আমির খানের সাথে তাকে কতোটা মানিয়েছে এটাও ভেবে দেখবার বিষয় (Size did matter, indeed).
প্রতিটি চুরিতে একটি কমন টেকনিক ব্যবহার করা হয়েছে কিন্তু টেকনিকটির যথেষ্ট ডিটেইল দেয়া হয় নি। আর প্রতিশোধের জন্য একটি নির্দিষ্ট ব্যাংকের টাকা 'চুরি/ডাকাতি' করেছে নাকি ' উপর থেকেছিটিয়ে দিয়েই' দায়িত্ব পালন করেছে এই বিষয়টাও পরিষ্কার করতে না পারার ব্যর্থতা রয়ে গেছে। টাকার প্রয়োজন না থেকে থাকলে শেষ অংশটির মতো সবগুলো ব্যাংকই একসাথে উড়িয়ে দেয়াটা যৌক্তিক ও সহজতর ছিল না কি? এই ধরনের দৃষ্টিকটু ক্লিশে ও বাজে ঘটনার বিন্যাস মুভিটিকে করে তুলেছে গড়পড়তার চেয়েও নিম্নমানের। শেষটায় ইমোশনকে প্রাধান্য দেয়া হয়েছে যা নির্দিষ্ট ধরনের দর্শকের ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু আমার কাছে 'ধুম' সিরিজের চিরাচরিত ফিনিশিংই মনে হয়েছে এবং সে কারনেই অনেকটাই ছিল অনুমেয়।
মুভিটি দেখার সাজেস্ট করবো কিনা সেটি আসলে গুরুত্বপূর্ণ নয়। বলিউড যারা দেখেন তারা মুভিটি অবশ্যই দেখবেন, এটি হলফ করে বলা চলে। তাই সে দিকে আর হাঁটছি না। এই লেখাটির উদ্দেশ্য ছিল, Hipe ও High Hope টাকে দমন করা, কারন সে সব নিয়ে দেখতে বসলে অবশ্যই আহত হবে আপনার এক্সপেক্টেশন!
Dhoom: 3 (2013)
Cast - Aamir Khan, Katrina Kaif, Abhishek Bachchan, Uday Chopra , Jackie Shroff সহ আরও অনেকে।
IMDb লিংক - এখানে
ট্রেলারঃ
ডাউনলোড লিংকঃ
Arabloads (551.3 MB) Dvdscr , Arabloads (700 MB) DvdScr
টরেন্ট লিংক -
729 MB Dvdscr