বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, দিয়েছ আশা।
নির্বাক দেখছি শুধু, তোমার আনাগোনা।
চেনা নিজেকে হতে দেখেছি, কত অচেনা।
কভু চাঁদ দেখিনি, সন্ধ্যার লগনে মেঘ খুঁজিনি,
তোমায় দেখেছি, তোমায় খুঁজেছি, পাইনি আমি পাইনি।
তুমি ছিলে, কিন্তু তোমার মতো করে তোমাকে পেতে গিয়ে,
নিজেকে কখন যেন কোন পথের বাঁকে ফেলেছি হারিয়ে।
আজ যখন বলছ নিজেকে খুঁজে নিতে-
আবারও সেই তোমার হতে,
অন্ধ আমি আর হাতড়ে পাইনা পথ কোন,
আমি যে তোমারই ছিলাম, সর্বক্ষণ।
খুঁজে পাইনা কোন দিশা,
জীবন শত সঙ্কটে আজ, ঘোর অমানিশা।
তুমি বলছ ভীত আমায় করতে জয়
তোমাকে, বলছ আসতে কাছে, দিচ্ছ অভয়।
নিজেরে হারিয়ে হায়,
নই আর ভীত, আতঙ্কিত, প্রতি পদক্ষেপে,
মনের অনুভুতি, শোনে না কথা, চলেনা মেপে।
বলিনি এসো ভালবাসা, আমায় ভালোবাসো।
বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, হয়েছ নিরাশা।
বলিনি আমার হও,
চাইনি কভু, তুমি হারাও।
পেয়ে হারিয়ে ফেলা তোমাকে,
কেন পেয়েছিলাম তবে?
কেন তবে ফিরে এলে-
এলোমেলো করে দিয়ে চলেই যাবে যদি,
এলোমেলো আমায় সবকিছু, গুছানোর পথ খুঁজি,
অন্ধকার দেখি শুধু, অবুঝ মনে এততুকুই বুঝি।
বলিনি এসো ভালবাসা, আমায় ভালোবাসো।
বলিনি হৃদয়ের অংশ হও,হৃদ্যতা দাও।
তবু, এসেছ ভালবাসা,
ভালবেসেছ, বাসিয়েছ, হারিয়েছ সহসা,
দিয়েছ হতাশা-
কেন যন্ত্রণা এতোটা মনে, কেন ভালবাসা?
_____________________________________________________
"কেউ একজন আসে, দখল করে নেয় ..... কখনও একা করে দেয়... ফিরে আসা পূর্ণিমাকেও বড় বিষণ্ণ দেখায়, সে জানত না ..... আমি জেনেছি। "