চূড়ান্ত হয়ে গেলো আগামী টি - ২০ বিশ্বকাপের প্রথম পর্ব নামক বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে কারা কারা। 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গী হচ্ছে আফগানিস্তান, নেপাল ও হংকং।
২০১২-২০১৩ ডিপিএল এ আফগান খেলোয়াড়রা যেভাবে দাপটের সাথে খেলে গিয়েছে তাতে আফগানিস্তান কে নিয়ে ভাবার মত যথেষ্ট কারণ আছে বাংলাদেশ শিবিরের। একে তো তারা এই সুযোগে এই দেশের আলো বাতাসের সাথে খাপ খাওয়ানোর একটা ভালো সুযোগ পেয়েছে, একই সাথে তাদের আসলে বাংলাদেশের সাথে খেলায় হারানোর কিছু নাই। সম্পূর্ণ নির্ভাবনায় থেকে খেলতে পারবে তারা, যা বাংলাদেশকে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে করে দিতে পারে দর্শক। যদিও নিজেদের যোগ্যতার অর্ধেক দিয়ে খেলতে পারলেও আফগানিস্তান কোনও বাধা হওয়ার কথা নয় বাংলাদেশের সামনে।
গ্রুপের বাকি দুই দল নেপাল ও হংকং এর বাধা বাংলাদেশের সহজেই টপকে যাওয়ার কথা।
১৬ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ - আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৪ টি - ২০ বিশ্বকাপের। বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৮ ও ২০ মার্চ চট্টগ্রামে।
বাংলাদেশের খেলার সূচিঃ
১৬ মার্চ - বনাম আফগানিস্তান - মিরপুর
১৮ মার্চ - বনাম নেপাল - চট্টগ্রাম
২০ মার্চ - বনাম হংকং - চট্টগ্রাম