এইভাবে অনেকক্ষণ একা একা --- যখন ভেবেছি,
নিজের সাথে অনেক কথা হয়েছে বলা -
ফিতা ঘুরিয়ে পুরানো রেকর্ড কেবল প্রবাহ; শৈত্য সোঁ সোঁ
কেউ বলেনি কোনও কথা - সেদিন সন্ধ্যায় কেউ থাকেনি একা।
আলগা কপাট আধখোলা ঘর- শীত যেভাবে কাঁপায় শরীর;
ভেতরে আমার কেউ ঢুকেছে –খুব করেছে খুন আমাকে।
এরকম অসাড় সন্ধ্যায়- মেঘের বুকে একশ’ ছুরিকাঘাত
মেঘভাঙা ঝড় আষাঢ় নামুক, রাত ভিজে যাক শিশির জলে।
১-৩১-২০১৯
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮