সব পাখির কি ঘর আছে?
হয়তো কিছু পাখির ঘর আছে,
অনেক পাখির ঘর নেই।
এ গাছ থেকে ও গাছে যায়,
রাত্রিবাস এখানে ওখানে,
হিজল গাছ থেকে শেওড়া গাছ।
এ পুর থেকে ও পুরে যায়,
ক্লান্তি ফেলে সময় অসময় ঘুমিয়ে যায়।
দুপাখার উপর ভর করে আবারো ...
এ পুর থেকে ও পুরে যায়,
অন্তহীন সীমাহীন পথচলা।
কিছু মানুষ কেন পাখির মতো ?
যাঁদের ঘর নেই,
ঘরের মধ্যে দরজা নেই,
দরজা খোলার মানুষ নেই,
রাত্রিকালিন ঘরে ফেরার তাগিদ নেই,
এ পুর থেকে ও পুরে যায়,
এ স্টেশন থেকে ও স্টেশন যায়।
ক্লান্তি ফেলে সময় অসময় ঘুমিয়ে যায়।
দুপায়ের উপর ভর করে আবারো ...
এ স্টেশন থেকে ও স্টেশন যায়।
কিছু মানুষ কেন পাখির মতো ?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯