মৃত্যু কি?
মৃত্যু কি শুধু হৃদস্পন্দনের অনুপস্থিতি,
সকল শরীরবৃত্তীয় কাজ বন্ধ হওয়াকে কি মৃত্যু বলে?
মৃত্যু কি হঠাত করে আসে?
পার্থিব জগত ত্যাগ করাকেই কি মৃত্যু বলে?
মৃত্যু মানেই তো কোন দিন আর ফিরে না পাওয়া,
যা চিরতরে হারিয়ে যায় আমাদের জীবন থেকে।
দুঃখিত,
জীবন বলে কি কিছু হয়?
জীবন তো ক্ষুদ্র ক্ষুদ্র মহামৃত্যুর সমন্বয়,
যা প্রতিমুহূর্তে হচ্ছে ।
আমাদের প্রত্যেকটা পদচিহ্ননের মৃত্যুর হয়,
আমাদের প্রত্যেকটা নিশ্বাস প্রশ্বাসের মৃত্যু হয়,
আমাদের প্রিয়তমার প্রত্যেকটা চুম্বনের মৃত্যুর হয়,
আমাদের প্রত্যেকটা স্পর্শের মৃত্যুর হয়।
জীবন বলে কি কিছু হয়?
জীবন তো ক্ষুদ্র ক্ষুদ্র মহামৃত্যুর সমন্বয়,
যা প্রতিমুহূর্তে হচ্ছে ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮