সময়: রাত ০১:১০ মিনিট। স্থান: সিরাজগঞ্জ।
বিষয়: অন্ধকার ল্যাম্পপোস্ট।
গভীর রাত্রে কাজ শেষ করে ঘরে ফিরার পথে
চোখের সামনে ভেসে উঠে কালবৈশাখীর ঝড়ে
দুমড়ে মুচড়ে যাওয়া ক্ষত বিক্ষত অন্ধকার একটা ল্যাম্পপোস্ট।
সে আর আলো ছড়াতে পারে না চারদিকে,
যার অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পথে।
অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ভয়ে সে কাঁদে না,
সে কাঁদে চারদিকে আলো ছড়াতে না পারার জন্য।
সে আমাকে ক্রমাগত হাতছানি দিয়ে ডাকে,
আমি তার পাশে বসি।
সে কাঁদে,
কাঁদতে কাঁদতে বলে আমি আর আলো ছড়াতে পারি না,
মধ্যরাতে একা একা আলোবিহীন পথের মাঝে দাড়িয়ে থাকি।
আমার খুব কষ্ট হয়,
আমি চলে আসতে থাকি।
সে পিছুডাকে আর বলে,
তুমিও তো আমার মতো কালবৈশাখীর ঝড়ে
দুমড়ে মুচড়ে যাওয়া ক্ষত বিক্ষত অন্ধকার একটা ল্যাম্পপোস্ট।
আমি হাঁটতে হাঁটতে তার শেষ উচ্চারিত হওয়া
কথাটি রিয়েলাইজ করার চেষ্টা করলাম,
তুমিও তো আমার মতো কালবৈশাখীর ঝড়ে
দুমড়ে মুচড়ে যাওয়া ক্ষত বিক্ষত অন্ধকার একটা ল্যাম্পপোস্ট।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০