জীবনটা কোন অজানা অচেনা
কালের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে,
প্রতিটা মুহূর্তকে নিয়ে যাচ্ছে স্রোতের উল্টো টেনে।
আমি নেহায়েত ভয়ংকর কোন কালের ভিকটিম,
মাঝে মাঝে মনে হয় আমি -
পারমাণবিক বোমার আঘাতে
ভাঙ্গা কোন লুপ্ত নগরী,
কালবৈশাখীর ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া
ক্ষত বিক্ষত অন্ধকার ল্যামপোস্ট।
অথবা
সম্রাট নেপোলিয়নের মতো
যুদ্ধে হেরে যাওয়া একটা আমৃত্যু নির্বাসিত মানুষ,
যে কিনা সক্রেটিসের হেমলক পানের অপেক্ষায় রয়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১