(১)
এ নগরীর প্রতিটা প্রাণ স্তব্ধ হয়ে আছে,
মনে হয় অনাদি কাল হতে মৃত।
জেগে আছে শুধু মৃত্তিকা আর মৃত্তিকার বুকে ঘাস।
মৃত্তিকা আর ঘাস,
সমস্ত প্রাণের অধিকারী আজ।
(২)
আমার পূর্ব পুরুষের সমস্ত সত্তা আজ
মিশে আছে মৃত্তিকা আর ঘাসে সাথে,
কোমল মৃত্তিকা আর ঘাস আমার পূর্ব পুরুষের
কথা মনে করিয়ে দেয়।
তারা প্রাগৈতিহাসিকের কাথা বলে।
(৩)
আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে
মৃত্তিকা আর ঘাসের সাথে আলিঙ্গন করতে চাই,
আমার পূর্ব পুরুষের সাথে মিশে থাকতে চাই।
আমার পূর্ব পুরুষের সমস্ত চেতনা
আজ বহন করছে এই মৃত্তিকা আর ঘাস।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪