আমি পূর্ণ ছিলাম
আমি জাগ্রত ছিলাম
আমি অতন্দ্র প্রহরী ছিলাম।
আর আজ?
আজ
আমি শূন্য, পূর্ণ নয়।
আমি জাগ্রত নয় বরং সুপ্ত।
আজ আমি অতন্দ্র প্রহরী নয়,
যুদ্ধে পলাতক হেড়ে যাওয়া বিধ্বংস একটি অমানুষ।
নারী,
তোমার ভালোবাসা নামের অপশক্তি।
যা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী,
শুধু আমি কেন,
এই অপশক্তি সমস্ত মহাবিস্ফোরণ কে বিস্ফোরিত করে দিতে পারে।
নারী ক্ষমা করো আমায়,
যদি পারো,
তোমার ভালোবাসা নামের অপশক্তির
এই বিস্ফোরণ,
যেখানে সেখানে বিস্ফোরিত করিও না।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:২৬