রক্তমাংসের তৈরি রোবট ,
চলছে তো চলছেই।
যা উৎপাদন হয়েছে মধ্যবিত্ত অথবা নিন্মবিত্ত কোন কারখানায়।
তার কোন ক্লান্তি নেই কোন অভিযোগ নেই
নেই কোন রাত দিনের সময় ব্যবধান।
আর বিলাসিতা, সে তো স্বপ্নের পাখি।
তবে শুধু নেই নেই এমন তো নয়
আছে তার মেলা কিছু,
আছে মাথা ভর্তি অর্থনৈতিক চাপ
আছে টিকে থাকার অদম্য স্পৃহা
আছে স্বল্প মূল্যে হাড়ভাঙ্গা কাটুনি
আছে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব।
সেই সব রক্তমাংসের তৈরি রোবটদের উৎপাদন করাই হয়েছে এ রকম প্রোগ্রাম দিয়ে,
এতে বিষন্ন হবার কিছু নেই।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২২