তোমার যা প্রয়োজন সবকিছু সাজিয়ে রাখবে,
তুমি চাইলে সবকিছু হাতের কাছে পাবে
স্বয়ংক্রিয় ভাবে।
তুমি বিস্মিত হবে,
তোমার জন্য জলপদ্ম তুলে নিয়ে আসবে
অনেক গভীর জল থেকে,
যার রং হবে মারাত্মক রকম লাল।
তোমার পা ধুঁয়ার জন্য,
হালকা ঘনত্বের পানি নিয়ে
দাড়িয়ে থাকবে তোমার দরজায়।
সকালের ঘুম ভেঙ্গে দেখবে
স্নানঘরে তোমার জন্য
গোলাপের পাপড়িযুক্ত কোমল গোলাপজল তৈরি।
পাশে রাখা আছে কোমল গাত্রমার্জনী,
যা তোমার শরীরের সাথে লেপটে থাকবে।
তোমার খাবারের মেনুতে থাকবে যা তুমি বলবে,
সাথে ইচ্ছে হলে কোমল পানীয় নিতে পারো।
তুমি যা চাইবে যেমন বলবে,
ঠিক তা তোমার কাছে স্বয়ংক্রিয় ভাবে আসবে।
তোমার পৃথিবী থাকবে সম্পূর্ণ ভিন্ন রকম,
সমগ্র পৃথিবীর জড় ও জীব
তোমার কাছে অনুমতি চাইবে,
তোমার সেবার জন্য।
তুমি হাসবে,
উচ্ছশব্দে হাসবে,
হাসতে হাসতে আত্মহারা হবে।
হঠাৎ হাসির মাঝে কিছু একটার
অভাব বোধ করবে,
তা তুমি সনাক্ত করতে পারবেনা,
তা তোমাকে খুরে খুরে খাবে।
তুমি অল্প আগুনে জ্বলতে জ্বলতে
বুজতে পারবে তোমার
একটুকরো ভালোবাসার অভাব।
সব ছিল হাতের কাছে স্বয়ংক্রিয় ভাবে,
তবে ভালোবাসা ছিলনা,
এবং তুমি ভালোবাসা চাইবে।
তারপর শুরু হবে বিপল্ব,
সমস্ত কিছু পাল্টে যাবে,
যা তুমি স্বয়ংক্রিয় ভাবে পেতে,
তা আর তোমার কাছে ধরা দিবেনা।
তা তুমি চাইবে কিন্তু পাবেনা,
তুমি পরিশ্রম করবে অর্জন করার জন্য,
বার বার ব্যর্থ হবে।
এক চিলতে ভালোবাসার জন্য,
তুমি ছুটবে তারপর আবারো ছুটবে
তুমি পালাবে পালিয়ে ভালোবাসা পেতে চাইবে।
পৃথিবীর সমস্ত জড় ও জীব
যা তোমাকে সেবা করতো,
সব তোমার বিপক্ষে জমায়েত হবে,
প্রতিবাদ গড়ে তোলবে
দেয়ালে দেয়ালে দেয়ালিখা লিখবে
লিফলেট ছড়াবে
পোস্টারিং হবে,
আর তুমি,
এক চিলতে ভালোবাসার জন্য কাদঁবে।
কাঁদতে কাঁদতে ফুপিয়ে উঠবে।
সবাই হাসবে,
হাসির আওয়াজ
তোমার কানে বল্মের মতো আঘাত করবে,
তুমি ক্ষত বিক্ষত হবে।
তুমি পালাতে চাইবে
তুমি পালাতে চাইবে,
পালাতে পালাতে,
পালাতে পারবে না।
কারণ
তোমার শিরা উপশিরা
উচ্ছ বৈদ্যুতিক শক্তি সম্পন্ন তারের ন্যায়
বিপরীত ক্রিয়া করবে,
তোমার রক্তকণার সাথে।তোমার রক্ত কণা বাহিরে বেরিয়ে আসতে চাইবে, এইসব ঘটে যাবে ন্যানো সেকেন্ডে যখন তুমি বলবে এক চিলতে ভালোবাসা চাই।
দুতলার বারান্দার দোলনায় তুমি বসতে চাইবে,
ঠিক তখনেই দোলনাটা এক ছিটকা মেরে ফেলে দেবে,
আর তুমি মুখ তুবড়ে নিচে মাটিতে গিয়ে পড়বে।
কালো রক্তে ধুলাবালি খুব ভয়ংকর রূপ ধারণ করবে।
তুমি সুস্থ হয়ে আবার ছুটবে পালাবে পালাতে পালাতে
পালাতে পারবেনা,
কারণ তোমার পায়ের সাথে বারবার হুচঠ খাবে
মরা ইদুর বিড়াল পচা শেয়াল আবারো তুমি মুখ তোবড়ে পড়ে যাবে তাদের উপরে।
স্নানঘরে তুমি বিষণ ক্লান্ত হয়ে যেতে থাকবে গিয়ে দেখবে একটা মস্তবড়ো পাইথন তোমার জন্য অপেক্ষা করছে,
তুমি দৌড়াতে দৌড়াতে ছাঁদে গিয়ে থামবে।
সারাদিন শেষে তুমি ঘুমাতে যাবে ঘুমের ভিতর স্বপ্নে এক চিলতে অথবা একটুকরো বরফের ন্যায় ভালোবাসা চাইবে।
ঠিক তখনেই ঘরের সমস্ত অন্ধকার তোমার
গলা চিপে ধরবে,
শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে আসবে,
তুমি ঘুম থেকে পাগলের ন্যায় লাফিয়ে উঠবে।
তুমি ভালোবাসা ভালোবাসা বলে উন্মাদ হয়ে যাবে,
মারাত্মক এক সাইকোপ্যাথি সিজোফ্রেনিয়ায় তুমি অাক্রান্ত হবে।
তোমার স্বাভাবিক জীবন
যাপন অস্বাভাবিক যন্ত্রণাদায়ক মনে হবে তোমার কাছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১