শাহবাগ আন্দোলন .........প্রজন্ম চত্বরের গণ জোয়ারের প্রাণের দাবি-সব রাজাকারের ফাঁসি চাই। এই আন্দোলন নিয়ে নানা জনে নানা মত। নানান যুক্তি, পক্ষ বিপক্ষ, নানান জনের নানান রকম গন্ধ পাওয়া। তারপরও প্রতিদিন হাজারো সাধারন মানুষ প্রাণের দাবিতে হাজির! কেন??
আমিও ভাবছিলাম,এই কেন’র উত্তর।
আমার জনৈক “বুদ্ধিজীবী” বন্ধুর ফেসবুক স্ট্যাটাস ও তার পাল্টা উত্তরে আরেকজন বন্ধুর উত্তর......... দুইজনই ইংরেজি মাধ্যমে পড়ুয়া , সোজা কথায় “ইয়ো” পোলাপান। অথচ মুক্তির গানে কি দৃপ্ত উচ্চারন!! কত সহজেই বলে দিল, কেন আমার , আপনার বা আমাদের সকলের যাওয়া উচিত এই আন্দোলনে!
এই ব্যাপারটা সত্যি, যে ইংরেজি, বাংলা- মাধ্যম নির্বিশেষে “সুশীল” লোকজন তৈরি করেছে আমাদের মধ্যে। তবে আশার কথা, প্রতিটা সুশীল এর প্রশ্নের উত্তর দিতে একজন করে নির্বোধ, আবেগি, বোকাসোকা সাধারন মানুষ ও তৈরি হয়েছে।
একটা দেশ কখনো আয়তনে বড় হয়না। বড় হয় দেশটার মানুষগুলোর স্বপ্নে।
এই বোকা মানুষ গুলো বেচে থাক অনেকদিন। বেঁচে থাক ওদের স্বপ্ন গুলো। বোকা মানুষের আবেগি তীব্রতায় যে নতুন স্বপ্নের জন্ম নিয়েছে, তাই হোক আমাদের বদলে দেবার অঙ্গীকার।
“দাবি এখন একটাই
রাজাকারের ফাঁসি চাই।“
জয় বাংলা।
Friend’s Post :
বাঙালিরা আসলেই হুজুগে পাগল । যেকোন ইস্যুর সাথে তাদের প্রত্যাহিক জীবনের সম্পর্ক থাকুক আর না থাকুক ; ইস্যু পেলেই কয়েকদিন জোরসে লাফালাফি স্বভাব হয়ে গেছে ।একারনেই আমরা দেখি যে , যুদ্ধাপরাধির বিচার নিয়ে আন্দোলন , শাহবাগে জমায়েত আরো কত কি ! কয়েকজন শেষ বয়সে উপনিত মানুষকে –যারা কয়েকদিন পরই মারা যাবে তাদের শাস্তি হোক এমন দুরন্ত আশা ; যেখানে শাস্তি দেয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমাদের মহান(!?) দুই নেতা তাদের বিচার করে নাই !! এই ইস্যুকে গুরুত্বপুর্ন ইস্যু বানিয়ে অনশন করার তো কোন মানে দেখি না !
আচ্ছা যুদ্ধাপরাধিদের বিচার হোক বা না হোক , তাতে কি আমাদের জীবনযাত্রার কোন পরিবর্তন হবে কি !? গেল শীতে যেসব মানুষ কাপড় পায় নি সেসব মানুষ পরের বছর থেকে সবসময় আরামে থাকবে !? বাম্পার ফলন হওয়ার পর কৃষকেরা ন্যায্য মূল্যটুকু পায় না , তারা কি এরপর থেকে ঠিকমত তাদের পাওনা পাবে ? লোডশেডিং , দ্রব্যমুল্যের উর্ধ্বগতি সব সমস্যার সমাধান হয়ে যাবে !? প্রতিবেশি দেশ বাধ দিয়ে পানি আটকে রেখে ৪০ বছর ধরে দেশকে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সেটারও সমাধান হয়ে যাবে !?
আমরা কিভাবে এমন বাস্তবতা বিবর্জিত , উন্নতির সাথে সম্পর্কহীন একটি বিষয় নিয়ে কেমন করে মাততে পারি !!! আর মাতি বলেই তো টিপাইমুখ , ফারাক্কা নিয়ে কয়েকদিনের গলাবাজি ; আবার সব ঠান্ডা । সরকারের সহায়তায় বি ডি আর বিদ্রোহের বিচার নিয়ে কয়েকজন মানুষ ছাড়া আর কেউই কথা বলে না । ভরি ভরি স্বর্নমুদ্রার উপহার দেয়া হয় অত্যাচারি প্রতিবেশি দেশকে , ১২০০ কোটি টাকা দিয়ে বিমান বন্দরের নাম পরিবর্তন করা হয় ,২০০০ কোটি টাকা দিয়ে হাতির ঝিল বানানো হয় অথচ ৪০% ভাগ দেশের মানুষ দারিদ্র সীমার নিচে ।
দেখা যাবে শাহবাগে যারা জমায়েত হয়েছে তাদের তেমন খাদ্য কষ্ট নেই । তারা তো সিমান্তে থাকে না যে ফেলানীর মতো ঝুলতে হবে । কৃষক , গার্মেন্টস শ্রমিকও তারা নয় যে সারাদিন খাটতে হবে বা কারখানায় আটকা পড়ে আগুনে পুড়ে মরবে । এরা হচ্ছে আরামপ্রিয় লোক যারা ফেসবুকে ব্লগে পোস্ট দিয়ে খুব বড় কাজ করে ফেলেছে বলে মনে করে । দু-এক পোস্ট / ব্লগ লিখে(মগাচিপের মতো) মান কামাতে চায় ।
তাদের পেছনে শত শত মানুষ বুঝে , না বুঝে , হুজুগে যোগ দিয়ে গান বাজনা ,শ্লোগান করছে ।
খুবি দুঃখ হয় এসব অবস্থা দেখে, না বুঝলাম জীবনের অর্থ , না বুঝলাম উন্নতি ,না বুঝলাম বৈপ্লবিক পরিবর্তন । সব মিলিয়ে আমরা জগাখিচুড়ি
Reply by another friend:
দোস্ত sorry! left hand ঢুকানোর জন্য তোর স্ট্যাটাসে
দেখ,আমিও দুধ ভাত আম জনতা। তোর মত এত কিছু জানিও না বুঝিও না। কিন্তু চেষ্টা করি এই natural calamities এ যতটুক পারা যায় contribute করতে। মানুষকে help করতে। not because I bought some warm clothes from the latest brands just before the start of winter that I have to get rid of that old ones or have enough cash in the pocket like the elites of this country so that I look like Hatem Tai আর ভার্সিটিতে আমার popularity বেড়ে যাক... আমিও দেখা যায় t shirt এর উপর shirt পড়ে or just t shirt পড়ে season গুলা কাটিয়ে দেই... আবার হাতিরঝীল বা বনানি bridge ta হাঁটবো বলে রিক্সা ভাড়াটা বাঁচাই আর ৫ বা ১০ টাকা কাউকে আশার পথে দিয়ে দেই ।
দোস্ত net profit তো শুন্য !! কি লাভ হল বুড়ি বা পিচ্চিটাকে টাকা তা দিয়ে?
ওই ordinary life’e আমার চলতে থাকে। RANDOM........ হিসাব করি.,আবার করি না।
কিন্তু আমিও কালকে শাহবাগ যাব। hang out করতে না,-এম্নি ।গেলে তো ক্ষতি নাই,তাই না?
যাব for the sake of all those murdered souls….for their family.কেন জানিস?
কারন আমি যে বেঁচে গেছি?? আমি তো ভুক্তভগি না, আমার ফ্যামিলির কিছু তো হয় নাই... নাহলে তো রাগে অভিমানে আমিই কিছু একটা করে ফেলতাম।। অথবা যা যুগ আসছে ভয়ই পেয়ে হয়ত বাসায় কান্নাকাটি করতাম আর “move on” বলে চালাই নিতাম। কিছু পারি বা না পারি,অন্তত একসাথে দাঁড়ালাম? ভুক্তভগিদের একটু কি ভাল লাগবে না তাতে??
নিজের conscience’টাই বা একটু ক্লিয়ার করলাম এই ভেবে যে একটা stand তো নিয়েছি লাইফে?... “ভিতুর ডিম” তা যদি তাতে একটু ভাঙে।
দোস্ত আমি V.I.P’ও না,C.I.P ও না। পলিটিকাল কারোর নাম্বার ও নাই ফোনে... তারপরও শুনলাম সেই security আমার জন্যে! ... agenda মিল্লে তো তুইও গাড়ি করে drop দিতি।
যাই হোক নির্বোধ আমি এম্নিতেই যাই, ইনশাল্লাহ next time I will stand with you at the same place with a new cause worth risking my “ভীতুর ডিম এর কলিজা” with. for now ,যেতে মানা করিস না। লাভ ক্ষতির হিসাব... ও কি করলো, তখন কি হল –এই সব নাহয় কালকে ফিরে এসে আবার চিন্তা করলাম??
কালকে যাই দোস্ত শাহবাগে??