বুয়েটের খামার থেকে নেয়া শিবির জাতের পাঠা
আমার সে ঘর ভেঙেছিল যেবা আমি করি তার ঘর
জালিম স্বামীরে বিদায় করিয়া তাহারে করেছি বর।
যে মোরে মারিছে লাথি ঘুষি কিল
তাহারে হাসাতে হাসি খিল খিল
যুগ যুগ ধরে তার সেবা করে রাত হয়ে যায় ভোর
নরপশু স্বামী ছুড়ে ফেলে দিয়ে তাহারে করেছি বর
আমার এ হাত ভাঙিয়াছে যেবা আমি তার ভাত রাধি
দেহে মনে প্রাণে তাঁরি সেবা করি, আমিযে তাঁহার বাঁদী
যে মোরে দিয়েছে জরা-খরা-বান
আমি যাই গেয়ে তার গুণগান
লাশ পেয়ে তারে মাছ করি দান সারাটি জীবন ভর
স্বার্থপর সে স্বামীরে ছাড়িয়া তাহারে করেছি বর
মোর পূজোঘর ভেঙেছিল যেবা আমি তার পূজা করি
লাখ লাখ কেজি ইলিশ আনিয়া চরনে হাজির করি
যে হাতে ধরে সে কুড়ালের হাতল
তাহার পরশেতে আমিযে পাগল
কত গুম করি, কত খুন করি পাইতে তার অন্তর
লক্ষ্মীছাড়ারে ডিভোর্স করিয়া তাহারে করেছি বর
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৮