যদি না থাকতো প্রতিকূলতা
হয়তো শুধু থাকতো সুখের ব্যাকুলতা।
তুমি থাকতে সারাজীবন আমার চারুলতা।
আর তোমার সাথে জীবন যেখানে যেমন
আমিও থাকতাম ঠিক সেখানে তেমন।
দুঃখের ব্যাপারী হয়ে জন্মেছি মধ্যবিত্তে
আর তাইতো রইলো না সুখ দুখের চিত্তে।
আজ সভ্যতার জগতে অসভ্যতা বাঁচে।
সত্যিকারের ভালোবাসা বলে কিবা আছে?
কলিযুগের দিনে, চাই এমন কিছু গুণ
যা না পেলে হবে মনের আশা খুন।
যেকোনো মূল্যে স্বপ্ন হতে হবে পূর্ণ।
এক আকাশে সবাই হতে চায় চন্দ্র।
সময়ের সাথে বদলানো মনে আজ
শুধু পাওয়া না পাওয়ার হিসাব।
বিশেষ দিনের বিশেষ অঞ্জলি
কেবল মানুষের জীবনের সৌন্দর্য নয়।
একটি সুখ তারা দিয়ে যদি রাতের
আকাশের সকল সৌন্দর্য প্রকাশ পেত
তবে বাকি নক্ষত্রগুলোর কী দাম বল?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৩