ভাবছি-
তোমার কাছে আমার ভালোবাসার
অনন্ত পতন কে উপেক্ষা করে,
এলোমেলো চিন্তার সীমানা পেরিয়ে,
যেতে হবে বহুদূর।
কি পেলাম আর কি হারালাম,
জানি মিলবেনা হিসেবের অঙ্ক,
তবুও বেঁচে থাকতে হয়
এই গোলক ধাঁধার দুনিয়াতে,
তোমাকে সুখী দেখবো বলে।
আমিও অনেক সুখী,
মরুর অশ্রুজল যেমন রোজ
প্রখর তাপের উষ্ণতায় বিলীন
হয়ে যায়, আমার সুখগুলো তেমনি
করে তোমার মিথ্যে ভালোসায়
রোজ হারিয়ে যায়।
তাই ভাবছি-
পিছনে ফিরে দেখে কি হবে?
থাকুক না স্মৃতির পাতায় সযত্নে
লিখা এক যুবতীর জীবন গাঁথা।