একদা এক সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিল যে পেন্টিয়াম ল্যাপটপ প্রোগ্রাম বানাত। আর সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তা দিয়েই সে জীবিকা নির্বাহ করতো।
একদিন সে নদীর তীরে বসে কাজকরছিল। হটাৎ তার ল্যাপটপ পানিতে পড়ে গেলো। তখন তার ছোটবেলার সেই ইশপের গল্প মনে পরল।(কাঠুরে আর তার কুঠার)
সে তখন দেবতার উদ্দেশ্যে কান্নাকাটি আর প্রার্থনা শুরু করলো
দেবতা তাকে পরীক্ষা করতে চাইল তাই ২ দিন অনবরত প্রার্থনা করার পর দেবতা নদী থেকে উঠে আসলো।
তার সততা পরীক্ষা করার জন্যদেবতা প্রথমে একটা ম্যাচবক্স দেখাল। বলল ‘এটা তোমার কম্পিউটার??’
ইঞ্জিনিয়ার দেবতার প্রযুক্তি জ্ঞান দেখে হতাশ হল যে সে কম্পিউটারই চিনে না। সে মাথা নাড়ল। এরপর দেবতা একটা ক্যালকুলেটর দেখিয়ে বলল ‘এটা তোমার কম্পিউটার?’
ইঞ্জিনিয়ার আবারো হতাশ হয়ে মাথা নাড়ল।
এরপর দেবতা তার আসল ল্যাপটপনিয়ে উঠে আসলো। ইঞ্জিনিয়ার নিরুপায় হয়ে তখন বলল যে ‘এটা আমার কম্পিউটার’
দেবতা তার সততা দেখে খুশি হয়ে ৩টাই দিতে যাচ্ছিল। কিন্তু দেয়ার আগেই ইঞ্জিনিয়ার বলে উঠলো “তুমি কি জানো না যে আমার ল্যাপটপ দেখানোর আগে তোমার আরও ২টা বেশি আধুনিক আর ভালো কম্পিউটার দেখানো উচিৎ ছিল?”
দেবতা তখন রেগে জবাব দিল যে“আমি জানি সেটা মূর্খ মানব! আমি প্রথম যে ২টা কম্পিউটারদেখিয়েছি সেগুলো হল Trillennium আর Billennium, আইবিএম এর সবচেয়ে আধুনিক আর লেটেস্ট কম্পিউটার।“
এই বলে সে ইঞ্জিনিয়ারের ল্যাপটপ নিয়ে উধাও হয়ে গেলো।
মরাল- তুমি যদি আধুনিক প্রযুক্তি নিয়ে আপ-টু-ডেট না থাকো, তাহলে তোমার মুখ বন্ধ করে থাকাই শ্রেয়...
