ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে।রাত ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি(http://www.bracu.ac.bd) হ্যাক অবস্থায় পাওয়া গিয়েছে।কে বা কারা এই কাজ করেছে তা না জানা গেলেও হ্যাকাররা সাইটটিতে একটি বার্তা প্রদান করেছে।বার্তাটি এমন-
“মুখ ঢাকা থাকলেই নিরাপত্তার সমস্যা হয় , এই ধরনের চিন্তা ভাবনা সাধারনত উচু ধরনের বোকা লোকের মাথায় আসতে পারে। কোনো লোক যদি ফেস মাস্ক পড়ে তবে সেটা রিয়েল নাকি ফেইক সেটা কেউই ধরতে পারে না। সুতরাং কেউ যদি কোনো অপরাধ করতে চায় তবে মুখ ঢাকা বা খোলার কোনো গুরুত্ব নেই।
নিরাপত্তার যদি এতই সমস্যা থাকে তবে, ফিঙ্গার প্রিন্টিং বা আই স্কেনিং প্রযুক্তি চালু করছেন না কেনো ?
ড্রেস কোডের দোহাই দিয়ে একজন ছাত্রীকে শাস্তি দিচ্ছেন , ভালো কথা। কিন্তু ৯০% মুসলিমের দেশে ড্রেস কোডের দোহাই দিয়ে ইসলাম-কে অপমান করে পার পাবেন এরকম চিন্তা না করাই ভালো।
আমরা সুন্দর সহবস্থানমূলক শান্তি চাই, কিন্তু কুকুরের উপর মুগুরের বাড়ি দিতে ৯০% লোকের হাত কাপবে বলে মনে হয় না।”
প্রসঙ্গত ‘নেকাব’ পরায় বহিস্কার হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এমন সংবাদ ছড়িয়ে পড়লে সারাদেশে তা “টক অফ দি কান্ট্রি”তে পরিণত হয়।
উল্লেখ্য ,নেকাব পরার কারণে ১২ সেপ্টেম্বর ‘ড্রেসকোড ভাঙ্গার’ অভিযোগে এক ছাত্রীকে বহিষ্কার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অনেকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। কেউ ব্লগে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।
http://studentbd24.com/?p=12946