আমার নিজেকে বাংলাদেশী বলতে ভাল লাগে, অন্য কোন দেশের সংস্কৃতিতে আমার কোন আপত্তি নেই, কিন্তু আমি নিজের স্বকীয়তায় বিশ্বাসী।। সবচেয়ে বেশি দুঃখজনক হলো, আমরা গত ২০ বছরে খুব খারাপ ভাবে আমাদের জাতি হিসেবে নিজস্বতা হারিয়েছি।।
রাজনীতিতে বেশ কিছু প্রবলেম আমরা এখনো দেখছি, তার সবচেয়ে বড় কারনটা হলো, আমাদের তথাকথিত নেতারা কিন্তু By Born Leader নয়, তারা বাংলাদেশের রাজনীতিতে আপদকালিন সময়ে এসেছিলেন, সেই সময়ে নেতার শূন্যতা ছিল, এখনো সেটা পূরন হয়নি। লিডার কখনো জোর করে বানানো যায় না, তাই ডঃ ইমরানও কখনো নেতা হতে পারবেন না।
একটা বিষয়, কখনো যেন আমরা মনে না করি, অন্য কোন মতকে ছোট করে নিজের মতকে প্রতিষ্ঠা করা যায়। বরং অন্যের মত নিয়ে নতুন করে ভাবার অনেক জায়গা থাকে। গণতন্ত্রের মূল বিষয় টাই কিন্তু এটা।
আমাদের দেশের বিপুল জনশক্তি শিক্ষা থেকে বহুদূরে আছে, কেন আমাদের এত বাজেট থাকার পরেও শিক্ষার হার মাত্র ৪২%। সুশিক্ষার কথা বাদ-ই দিলাম। এত বিপুল জনশক্তি কিন্তু মৌলিক চাহিদা গুলোর জন্যই সারাদিন হিমসিম খায়, তাদের কিভাবে সামলানো যায় সেই বোধ অথবা নীতিবোধ কোনটাই আমাদের নাই। ভিন্ন ধর্মাবলম্বীর প্রতি রুঢ় আচরণ আমাদের উপমহাদেশের সামগ্রিক সমস্যা, এটা নিয়ে আমরা রাজনীতি করি বলেই সমস্যাটা তৈরি হয়।
কার্যকরণ ছাড়া কোন কিছুই ফলাফলে পরিণত হয় না।
একদিন অনেক কিছুই পরিবর্তন হবে, প্রয়োজন সময়ের..............!!!!

আলোচিত ব্লগ
গণতন্ত্র ও নির্বাচিত শব্দের নয়া ব্যাখ্যা দিলেন ফরিদা-মজহার দম্পতি !
বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শুরুটা ছিল জনতার কণ্ঠে, এখন সেটা রূপ নিচ্ছে কিছু নির্দিষ্ট গলার একচেটিয়া লোকের তর্জন-গর্জনে । শুরুর দিকে বলা হয়েছিল, এটা অস্থায়ী সরকার—জনগণের... ...বাকিটুকু পড়ুন
আমেরিকা আমাদের দেশে সরকার পরিবর্তনে সক্ষম হয় কেন?
আমাদের দেশের সরকার সমূহ যখন সরকার পরিবর্তনের ব্যবস্থা বন্ধ করে দেয় তখন বিশ্ব মোড়ল হিসাবে আমেরিকা আমাদের দেশের সরকার পরিবর্তন তাদের দায়িত্ব মনে করে। তারা এটা করে আমাদের... ...বাকিটুকু পড়ুন
নিছক যড়যন্ত্র নয়(কপি পেস্ট)
*গা শিউরে ওঠার মত ঘটনা... বাংলাকে ঘিরে গভীর ষড়যন্ত্র প্রকাশ্যে? পড়ুন বিজেপির নিজেদের মধ্যেকার এক ব্যক্তির ফাঁস হওয়া মেসেজ..*
-------------------------------
আমায় আমার নাম, পরিচয় প্রকাশ করতে অনুরোধ করবেন না। চাকরি সহ জীবনটাও... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫০
গতকাল ছিলো বাংলা নববর্ষ।
সকালে এক জরুরী কাজে আমি উত্তরা গিয়েছিলাম। আমার তাড়াতাড়ি বাসায় ফেরার কথা। কিন্তু দেরী করে ফেললাম। আজ বাসার সবাই মাওয়া যাবে। সেখানেই... ...বাকিটুকু পড়ুন
এই সময়ের কিঞ্চিৎ ভাবনা!
বাক স্বাধীনতা কিংবা যা মনে আসছে তাই লিখে বা বলে ফেলছেন, খুব একটা ব্যাক স্পেস চাপতে হচ্ছে না এখন, তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে এবং যে কোন দল নির্বাচিত হয়ে... ...বাকিটুকু পড়ুন