লিখতে চাইছি আবারও, কিন্তু সময়, মন কোন কিছুই যেন মানে না। এইযে, বাংলা টাইপ করছি, এতেও জড়তা ভর করেছে। এক ডিবা নারকেল তেলের তরলতা যেভাবে শীতে জমে যায় আমিও তেমন জমে গেছি। আমার উষ্ণতা প্রয়োজন, যে উষ্ণতা আমার জমে যাওয়া অনুভূতি গুলোকে তরল করবে..সচল করবে মনের এ কোনে ও কোনে..........কিন্তু প্রকৃতি সায় দেয় না কিছুতেই, কংকৃটের চারদেয়াল আর সময় শৃঙ্খলিত কারাগারে আমি।
মুক্ত হতে চাই.......
হে প্রকৃতি!! আমায় তুমি সচল করো, বহুদিন আমি বিভুক্ষা আছি, আমাকে তুমি শান্ত করো।।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২