অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
অনুসরণ করছি মোরা তোমারে
নিয়ে এলে তুমি মোদের কোন দুর্গম কান্তারে।
চারিদিকে একি অন্ধকারের ঘনঘটা
মাঝে মাঝে দেখি আশার আলোকচ্ছটা।
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
তোমার এলান শুনে আমরা হলাম সমবেত
চলছি পথ মোরা তোমার ইচ্ছামত
কত বিয়াবান আর পর্বত হলাম পার
তবু বারবার মোদের আশা হচ্ছে মিসমার।
মোরা কি পাব না পথের ঠিকানা?
এ পথ তো মোদের চির অচেনা।
তুমি তো ছিলে মোদের সকল আশা
একি শুনি, তুমি হারিয়ে ফেলেছ পথের দিশা।
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
শুধু তোমার আলসেমি আর নেশার ঘোর,
আমাদের নিয়ে এসেছে এত দূর।
নিয়ে এলে আমাদের কোন ভয়ংকর বনে
মোদের সময় কাটে আজ মৃত্যুর প্রহর গুণে।
সম্মুখে উত্তাল সমুদ্র, আর পিছে দুর্গম বন
কোন পথ ধরব বল আমরা এখন?
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
তুমি দেখালে মোদের নয়া জিন্দেগানির খাব
দিচ্ছ না কেন এখন প্রশ্নের জবাব।
অগ্রপথিক, পথ কি হারিয়ে ফেলছ তুমি?
দূর কর নেশার ঘোর আর আলসেমি
নতুন করে পথ চলা শুরু কর এখনই।
তোমার দিকে চেয়ে আছে এই কাফেলা
এখন তবে শুরু হোক সঠিক পথে চলা।
নীল আকাশ ছেয়ে যাচ্ছে কাল মেঘে
জাগ জাগ! অগ্রপথিক এখনই উঠ জেগে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ রাত ১২:৫৭