আদালতে ধর্ষক শিক্ষক পরিমল ও ভিকটিম ছাত্রীর জবানবন্দি



এ খবরের সাথে আমার কিছু বলার আছে।
১।পরিমল শুরু থেকে বলে আসছে সে ধর্ষন করেছে। কিন্তু ভিকটিমের নিকট আত্মীয় অথবা নিকট প্রতিবেশি পরিচয়ে কিছু মানুষের বরাত দিয়ে কেউ কেউ বলছে যে মেয়ের পোষাক পরিচ্ছেদ খারাপ ছিল। সে উত্তেজক পোষাক পরত। কেউ কেউ জানাচ্ছে মেয়ের নাকি পরিমলের সাথে এ্যাফেয়ারই ছিল। পরিমলের সাথে এ্যাফেয়ার ছিল আফসোস পরিমল নিজেই তা জানত না।
২।মেয়েটিকে ওড়না দিয়ে বেঁধে ধর্ষণ করা হয়েছিল। মেয়ে যদি স্কার্ট-টপস পড়া ছিল তবে ওড়না কার পরিধেয় ছিল? পরিমলের?
৩।অনেকেই নাকি মিউচ্যুয়াল সেক্সের ভিডিও দেখেছেন। আমরা প্রায় সব ভিডিও চেক করেছি। সে ভিডিও সমূহের কোন কোন "পরিমলের" খাৎনা করা ছিল।
৪।যে মাত্র নূরুল ইসলাম নাহিদ ঘোষনা দিলেন যে এটা রেপই ছিল ততক্ষনাৎ কিছু রেপের ভিডিও আসা শুরু করলো। অত্যান্ত দুঃখের সাথে জানাচ্ছি কোনটাই আসল না।
৫।যদি সত্যি আমাদের মেয়েকে কোন ভিডিওতে পাওয়া যায় তবে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সরকারকে আবার ভিকিদের মুখোমুখি হতে হবে। কারন ভিডিও পুলিশি হেফাজতে আছে।
আমি এই সংবাদটা আমার ফেইসবুকে শেয়ার করার সময় উপরে লিখেছিলাম-
মৃত্যুদন্ড পরিমলের জন্য অনেক ছোট শাস্তি। ওকে বায়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হোক। নরখাদকদের মত আমি সেই দৃশ্য উপভোগ করতে চাই। আল্লাহর কসম সেদিন আমি একটুও সভ্য হব না।
সেখানে আরও ২ জন ২ রকম পন্থার কথা বলেছে-
১।তানিয়া আফরিন বলেছেন- পুড়ায় মারা হোক। আর যত পরিমল আছে তারা দেখে রাখুক।
২।সামিয়া শারমীন বলেছেন- আফগান স্থানের একটা ভিডিও দেখেসিলাম, ওরে ওর পুরুষাংগ কেটে রেখে পারফেক্ট এবং তিলতিল মৃত্যুদন্ড।
পাঠক, আমি একটা পিটিশন তৈরি করতে চাচ্ছি। তার আগে আপনি বলুন আপনি পরিমলের জন্য কিরকম মৃত্যু কামনা করেন?