জমিয়ে রাখা দুঃখগুলো
যদি কোন দিন পেয়ে যায় তোমার সুখের ঠিকানা,
কি হতে কি হয়ে যাবে আমি সত্যি জানিনা!
বুকের গহিনের অগ্নিশিখা
যদি কোন দিন পেয়ে যায় তোমার মনে ঠাঁই,
জানিনা আমি কতটা পুড়ে কতখানি হবে ছাই!
না বলা যত ইচ্ছেগুলো
যদি কোন দিন মেলে দেয় তোমার আকাশে ডানা,
কোথায় কোথায় উড়বে ঘুরবে আমি বলতে পারিনা!
না বলা যত সত্যিগুলো
যদি কোন দিন পেয়ে যায় তোমার চোখের ইশারা,
জানিনা তারা হন্যে হয়ে কতটা তোমায় করবে তাড়া!
একটু ভেবেই দেখো-
যদি কোন দিন পেয়ে যাও এক টুকরো অবসর।
কতই না সুখের হত তোমার আমার চার দেয়ালের ঘর!
একটু ভালোবেসেই দেখো-
যদি কখনো ভুল করেও চলে আসি মনে।
কতই না কাটত জীবন হেসে-খেলে আর যতনে!
যতোটুকু সাধ্য নেই তার বেশিই বোধহয়
তোমাকে ভালোবাসি,
যতোই দূরে যেতে চাই ততো বেশিই
কাছে চলে আসি।
বলেই দিলাম সব বর্ণমালা
কিছুই রাখিনি হাতে,
ভালো থেকো হলুদ পাখি
ঐ সুদূর নীলিমাতে...