আমার সীমাহীন আকাশ
অধীর হয়ে আছে শুধু তোমার ডানা মেলার অপেক্ষায়।
আলতা মেখে, আলতো পায়ে এসো,
পেরিয়ে এসো দিগন্তজোড়া মাঠ।
যুগযুগান্তরের প্রথার মিছিল ভেঙে বেরিয়ে এসো
তোমার গভীর দৃষ্টির দৃষ্টিভঙ্গিমায়।
অনুভূতি-আবেগের বেড়াজাল মাড়িয়ে এসো,
পদচিহ্ন ধুলিসাৎ করে দিয়ে এসো;
কেননা এ পথ দিয়ে যে যায়,
তার ফেরার পথ থাকে না।
রহস্যাবৃত নগরীর কোলাহলকে থামিয়ে এসো,
বৃষ্টিভেজা রাজপথ পথভোলাকে নামিয়ে এসো।
অনন্ত অসীম আলোর ছায়াপথ বিছিয়ে
রেখেছি শুধু তোমার অস্তিত্বের অপেক্ষায়।
পিছুটান পেছনে ফেলে রেখে ছুটে এসো।
আমার আকাশ দিয়ে জড়িয়ে নেব
তোমার সকল আঁধার।
সব কলঙ্ক মুছে দেবে আমার মেঘমালা,
চাঁদ হবে আমার আর আকাশটা তোমার।
তারপর থেকেই খুলে যাবে
গল্প-কথার ডালা...