পুরো টিমে আজকে আমি টিমস্পিরিট জিনিসটা পেয়েছি। ম্যাচের কোন মুহূর্তে মনে হয় নি বাংলাদেশ হাল ছেড়ে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হল আজ বাংলাদেশ পুরো ৫০ ওভার খেলেছ এবং অলআউট হয় নি। কাগজে কলমে টার্গেটটা হয়তো খুব বেশি ছিল না তবে এটাকেই পুঁজি করে বাংলাদেশ জিত ছিনিয়ে এনেছে। অনেক অনেক শুভকামনা বাংলাদেশ দলের প্রতি। ডেথ গ্রুপ থেকে যোগ্যতম দল হিসেবেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
এবার শুরু করি কেমন দেখলাম প্রত্যেকের আজকের পারফরম্যান্স!!!
১। ইমরুল কায়েসঃ শুরু থেকে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না। সুযোগ যখন পেয়েছেন(অবশ্যই যোগ্যতার বলেই) কাজে লাগান। স্লিপে ক্যাচটা ভালো ছিল।
২। তামিম ইকবালঃ বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম একশ করার স্বপ্ন দেখিয়েছিলেন। ৪টা ম্যাচ চলে গেল। সম্মিলিত ১০০ ও করতে পারলেন না(১+০+৯৫+২)। না মাঠে না ব্যাটে কোথাও কোন অবদান রাখতে পারছেন না। তারার পতন অনেক দেখেছি। এবার অধঃপতন দেখছি।
৩। সৌম্য সরকারঃ নতুন মুখ হিসেবে শুরুটা ভালো হয়েছে। দেখেন একটা ফিফটি করে ফেলা যায় কি না। ফিল্ডিংও সন্তোষজনক।
৪। মাহমুদুল্লাহ রিয়াদঃ “মৈমনসিংহের পোলা আশি টাকা তোলা” আপনার কাছ থেকে ক্রিজে টিকে থাকা শেখা উচিত সবার। কখনোই আলোয় আসেন নি। নীরবে করে গেছেন শুধু। দলের প্রয়োজনে এভাবে আরো জ্বলে উঠবেন আশা রাখি।
৫। সাকিব আল হাসানঃ অস্থির রানআউট, অস্থির ক্যাচ সাথে দায়িত্বশীল বোলিং। জাত চিনিয়ে দিয়েছেন। সত্যিকারের বিশ্বসেরা অলরাউন্ডারের মতো খেলেছেন। একদিকে না পারলেও অন্যদিকে পুষিয়ে দিয়েছেন।
৬। মুশফিকুর রহিমঃ উইকেটের পিছনে, সামনে আপনার গ্লাভস সমান পারদর্শী। আপনার ব্যাট হাসলে হাসবে বাংলাদেশ। আপনি এগিয়ে চলুন। তরুণরা অনেক কিছু শিখছে।
৭। সাব্বির রহমানঃ আপনার মাঝে পুরনো নাসিরকে দেখতে পাচ্ছি। আপনার বুকের পাটা আছে। পুরোদস্তুর অলরাউন্ডার কোয়ালিটির গন্ধ পাচ্ছি। চালিয়ে যান।
৮। মাশরাফি মুর্তজাঃ সুযোগ্য নেতার মতো পুরো দলকে উদ্দীপিত করে রাখেন। নিজের শত সীমাবদ্ধতাকে ছাপিয়ে সর্বোচ্চটা দেন। নতুন সিমারদের জন্য রোলমডেল আপনি।
৯। আরাফাত সানিঃ বলে বলে ডাইভ দিবেন না। ইনজুরি খেয়ে যাবেন। বোলিংয়ে মনোযোগ দেন।
১০। রুবেল হোসেনঃ আপনার বোলিং কৌশল কিছুটা মালিঙ্গার মতো লাগে। অভিজ্ঞতা কথা বলে আপনার বলে। ডেথ বোলিংয়ে যে ভরসার জায়গাটি তৈরি করলেন নিজ যোগ্যতায় তা ধরে রাখবেন কামনা করি।
১১। তাসকিন আহমেদঃ চাপ সামলানোর ক্ষমতার ঘাটতি আছে অনভিজ্ঞতার কারণে। বোলিং ভালো হচ্ছে। এবার ভুল থেকে শেখার পালা। ভবিষ্যত উজ্জ্বল দেখতে পাচ্ছি।