অনেক খুঁজেছি আমি তোমায়।
হৃদয়ের তেপান্তরে, স্মৃতির অতল গহবরে,
ধূলোমাঠের পৃথিবী থেকে কাচের দুনিয়া;
কোথায় কোথায় না খুঁজেছি তোমায়?
মহাকালের ঠিকানায় পাঠিয়েছি হাজারো ডাক।
আমার ডাকবাক্স খালিই থেকে গেছে
আর তুমি গোপনে চুপিসারে
রয়ে গেছো অন্তরের অন্তরালে।
সেই চোখ,
সেই অধর,
সেই চাহনি,
সেই আদর,
আচমকা আবদারে মোহমুগ্ধ করে
আর বেপরোয়া শীত ঢাকা পড়ে
পুরনো প্রেমের চাদরে।
ফেলে আসা ইতিহাস
আবারো মেলে ধরে ইচ্ছের ডানা।
তোমার আমার প্রেম আবারো বাঁধভাঙা!
প্লাবিত হয় ছন্দের দুকূল,
ভিজে যায় শেকড়সুদ্ধ মূল!
কোথায় না খুঁজেছি তোমায়?
মনপাহাড়ে, ক্ষোভচূড়ায়, অস্পষ্ট কুয়াশায়,
শেষে পেলাম আমার শেষের কবিতায়।
মনের ভিতরে এক আকাশ কথা পড়েছে জমা,
কত কি যে বলার আছে তোমায়, প্রিয়তমা!
আকাশ ভেঙে কথার বৃষ্টি হবে,
তুমি মনের মানুষ মনে মনেই রবে।
কথার গর্ভে জন্মাবে আরো কথা,
অতীষ্ট প্রকৃতিতে থাকবে অস্থির নীরবতা।
হাজার বছরের রাত বাড়লে
চেয়ে নেব আমার প্রেমদিবসের উপহার-
ঠোঁট দুটো তোমার
বাকিটুকু করবে উপসংহার!