কেটে যাচ্ছে বৃথা সময়,
তৈরি হচ্ছে সোনালী অতীত।
নিজেই করছি নিজের অপচয়,
হারিয়ে ফেলছি চেনা সম্বিত।
মনে পড়ে না আর কিছুই,
স্মৃতি হারিয়ে যাচ্ছে অতলে।
সামনে এসে পড়েছে গলুই,
নেমে যাচ্ছি গভীর জলে।
পুরনো ডায়েরির পাতায় আটকা;
নতুনত্বের পাচ্ছি না স্বাদ।
কিছুই হচ্ছে না আর আচমকা;
স্বপ্ন করা হচ্ছে না আবাদ।
ছক কষা জীবন বড্ড ছন্দহীন,
কাটছে না আক্ষেপের ঘোর।
দিনগুলো ধীরে ধীরে হচ্ছে মলিন,
কুয়াশায় কাটছে এখন ভোর।
ভাবনার দরজা তো কবে থেকেই বন্ধ;
ভালোবাসা পুরনো কলমটিতে।
বিশ্বাসের ঘরে প্রখর রন্ধ্র;
কোনরকমে চলছে জীবন
হিতে বিপরীতে।